ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী একজন প্রকৃত ধর্মপ্রেমী : শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৩, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বাংলাদেশের গরীব, দরিদ্র, অসহায় মানুষদের ভাগ্য পরিবর্তনে এবং দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী, জনদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একজন প্রকৃত ধর্মপ্রেমী মানুষ। তার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের ভাগ্য ফিরেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।’

তিনি আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত শুকরানা মাহফিলে এসব কথা বলেন।

কওমি মাদ্রাসার আলেমদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা যখন ৯ বছর আগে এই দাবিটি নিয়ে গিয়েছিলেন, প্রধনমন্ত্রী আন্তরিকতার সঙ্গে বলেছিলেন যতো যাই হোক আপনাদের দাবিটি মেনে নেওয়া হবে। পরবর্তিতে তিনি আপনাদের দাবিটি মেনে নিয়েছেন। যা একজন প্রকৃত ধর্মপ্রেমীর পরিচয়।’

প্রসঙ্গেত, সম্প্রতি কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর স্তরের মর্যাদা দেওয়া হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি