ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

প্রবীণ বিএনপি নেতা কামরুল মনির আর নেই

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১৮ জুন ২০২১

অ্যাডভোকেট কামরুল মনির

অ্যাডভোকেট কামরুল মনির

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল মনির আর নেই। আজ শুক্রবার ভোরে রাজশাহী নগরের সাগরপাড়ায় তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, অ্যাডভোকেট কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি। আইন পেশার পাশাপাশি কামরুল মনির সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন।

তিনি আরও জানান, নিঃসন্তান কামরুল মনির কিছুদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে বসবাস করতেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি