ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ফের পদ্মার ভাঙনে হুমকিতে শহর রক্ষা বাঁধ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩২, ২ অক্টোবর ২০২১ | আপডেট: ২৩:৩৪, ২ অক্টোবর ২০২১

রাজবাড়ীতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে ডানতীর প্রতিরক্ষা বাঁধের কয়েকশ মিটার নদীতে বিলিন হয়ে গেছে। ভাঙনে হুমকিতে রয়েছে শহর রক্ষাকারী বাঁধসহ নদী পারের প্রায় ২০টি বসতবাড়ী। ফলে ভাঙন আতঙ্কে সরিয়ে নেয়া হচ্ছে বসতবাড়ী।
 

শুক্রবার সন্ধ্যায় গোদার বাজারের সিলিমপুর এলাকায় এ ভাঙন শুরু হয়। এদিকে ভাঙন রোধে গত রাত থেকেই রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানি কমে যাওয়ায় নদীর পারে স্রোতের টানে কয়কিটের সি সি ব্লকের নিচের বালিমাটি সরে গিয়ে মাত্র আধ ঘণ্টার মধ্যেই শত শত ব্লক তলিয়ে গিয়ে নদীর পার ভেঙে বিলীন হয়ে যায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানিয়েছেন, শনিবার ভাঙন স্থানে ৫০ হাজার জিও ব্যগ ফেলা হবে।

পাউবো সূত্র জানায়, চলতি বর্ষায় এ পর‌্যন্ত ১০ লাখ বালুর বস্তা ভাঙন কবলিত বিভিন্ন পয়েন্টে ফেলা হয়েছে। তবু ভাঙন অব্যহত আছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, তারা ভাঙন রোধের চেষ্টা করছেন। কাজের গতি আরও বাড়ানো হবে।

কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি