ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

বইয়ের বাজার এখন দেশীয় পোশাকে জমজমাট (ভিডিও)

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৭ এপ্রিল ২০২২

বইয়ের বাজার আজিজ সুপার মার্কেট এখন রীতিমতো ঈদের পোশাক কেনাকাটায় জমজমাট। এবারের ঈদ পোশাকে দেশীয় ঐতিহ্য, রঙ ও নকশায় বৈচিত্র্য আনা হয়েছে বলে জানান আজিজের উদ্যোক্তারা। মহামারীর দু’বছরের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা বিক্রেতাদের আর ক্রেতার চাহিদা কম টাকায় মানসম্মত পোশাক।

বুদ্ধিবৃত্তিক চর্চা ও সৃজনশীল মানুষের আড্ডাস্থল হিসেবে পরিচিত শাহবাগের আজিজ সুপার মার্কেট।

বইয়ের বাজার আজিজ সুপার মার্কেটে দিনে দিনে গড়ে উঠেছে দেশীয় পোশাকের দোকান। এখানকার উদ্যোক্তারা নিজেদের ব্র্যান্ডকে ক্রেতার কাছে পরিচিত করে তুলতে পেরেছেন। নিজস্ব ডিজাইন আর মনকাড়া রঙে আকৃষ্ট হচ্ছে ক্রেতারাও।

দু’বছরের করোনা মহামারির বাধা কাটিয়ে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে লোকসানের বৃত্ত থেকে বের হওয়ার আশা জাগছে উদ্যোক্তার মনে।

উদ্যোক্তারা জানান, “গত তিনবছর আমাদের খুব একটা ব্যবসা বাণিজ্য ছিল না। সে হিসেবে এবার খুব ভাল হচ্ছে।”

ষোলআনা বাঙ্গালীয়ানাকে পুঁজি করে দেশীয় সুতা, কাপড় ও নকশার পাশাপাশি ফিউশনেও মন দিয়েছেন ডিজাইনাররা।

ব্যবসায়ীরা জানান, “এগুলো তাঁতীদের থেকে নিয়ে আসি। তারপর নিজস্ব ডিজাইনার দিয়ে এগুলোতে কাজ করা হয়।”

দেশি পোশাকে যারা আস্থা রাখেন তাদেরকে মুগ্ধ করছে আজিজের সৃজনশীল ডিজাইন। দামও আয়ত্বের মধ্যে থাকায় আছে কেনাকাটার স্বস্তি।

এক ক্রেতা জানান, “বরাবরের মত এবছরও অন্যরকম থেকে নিচ্ছি। এখানকার ডিজাইনগুলো খুব ভাললাগে।”

দু’বছর ভাটা গেলেও এবার কেনাকাটায় জোয়ার আসবে বলে আশা বিক্রেতাদের।

বিক্রেতারা জানান, “এবছর কাস্টমারদের উপস্থিতি বেশ ভাল।”

বাকি দিনগুলোতে মার্কেট আরও জমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি