ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত : ১০:৫৪, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

বগুড়া জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক বিলুপ্ত করা হয়। তবে শিগগিরই বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 প্রায় আট বছর আগে ২০১১ সালের ৭ এপ্রিল বগুড়া জেলা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন চাঁনকে যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

 ২০১২ সালের ২২ জানুয়ারি কেন্দ্র থেকে ১৭২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা বিএনপি পুনর্গঠনের জন্য ইতিপূর্বে একাধিকবার উদ্যোগ নিলেও তা ভেস্তে যায়।

 এমবি/টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি