ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু হত্যায় জিয়া সরাসরি জড়িত : কৃষিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৮ আগস্ট ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আজ রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ বক্তব্যে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী। 

তিনি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত ছিলেন। মওদুদরা আদর্শিক শয়তান। এই সব শয়তানদের কারণে দেশ বার বার পিছিয়ে গেছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ৭৫’র খুনি ও ৭১’র পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করেছে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আবদুর রাজ্জাক বলেন, ‘এবছর বন্যায় কৃষিতে ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকার বেশি নয়। তবে কৃষকদের পুশিয়ে উঠতে বাজেটেই ১২০ কোটি টাকা বরাদ্দ দেয়া আছে। আরো সহযোগিতা করা হবে।’

তিনি বলেন, ‘আমাদের জন্য আশার সংবাদ হচ্ছে, এ বন্যায় বীজের ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য সরকার রবি মৌসুমের বীজ দিয়ে সহযোগিতা করা হচ্ছে।’ 

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এমএস/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি