ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে স্মারক লিপি ছাত্রলীগের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকর করার দাবিতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দফতরে ছাত্রলীগের সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই স্মারক লিপি আইনমন্ত্রীর হাতে তুলে দেন।

আইনমন্ত্রী কাছে দেওয়া স্মারক লিপিতে বলা হয়, আমাদের বিশ্বাস জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আপনার মন্ত্রণালয়।

তথ্যসূত্র: বাসস।

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি