ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বন্যায় রাজবাড়ীর সাড়ে ৯শ’ একর জমির ফসল নষ্ট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ৬ সেপ্টেম্বর ২০২১

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মার নিম্নাঞ্চল এখন পরোপুরি প্লাবিত। কৃষি অধিদপ্তরের তথ্য মতে, বন্যার পানিতে প্লাবিত এসব এলাকার প্রায় সাড়ে ৯শ’ একর জমির ফসল তলিয়ে নষ্ট হওয়ার পথে।

পদ্মা নদী সংলগ্ন নিচু এলাকায় আবাদী এসব ফসলী জমির ধান, ধানের বীজ তলা, বিভিন্ন ধরনের সবজি, পাট- সবই এখন পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফসলী ক্ষেত তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে এসব এলাকায়। এদিকে ফসল নষ্ট হওয়ায় লোকসানের দুঃশ্চিন্তায় পড়েছেন এসব অঞ্চলের চাষিরা।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বর্ষা মৌসুমে বন্যার পানিতে তলিয়ে আবাদী ধান, পাট, সবজি ও ধানের বীজতলাসহ প্রায় সাড়ে নয়শ’ একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এলাকার চাষীরা জানান, আমার আধা বিঘা জমিতে বেগুনের খেত ছিল তা এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেকেরই পটল, ঝিঙা, ধুন্দলের খেত ছিল সব পানিতে তলিয়ে শেষ হয়ে গেছে। আমরা এখন ক্ষতিরমুখে। কোন আয়-রোজগার নেই, আমাদের বাজারঘাট করে খেতে পারছি না।

রাজবাড়ীর পানি পরিমাপের ৪টি পয়েন্টের সবগুলোতেই পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় পদ্মায় ৫ সেন্টিমিটার পানি কমেছে। এতে পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে এখনও পদ্মার পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি