ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বরগুনায় ইলিশ ধরায় ৭ জেলেকে কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ৭ অক্টোবর ২০২২

বরগুনায় ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠন করা ভ্রাম্যমান আদালত।

রাত দেরটার দিকে বিষখালি নদীতে ৩ জন জেলে এবং পায়রা নদীতে রাত সারে তিনটার দিকে ৪ জেলেকে ইলিশ মাছ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে একমাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের একি্রাকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আল নূর। তার সঙ্গে ছিলেন বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

এসময় জেলেদের কাছ থেকে কারেন্ট জালসহ ইলিশ মাছ ধরার বিভিন্ন উপকরন জব্দ করেন ম্যাজিষ্ট্রেট।

ইলিশ বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় প্রতি বছর ইলিশ প্রজনন মৌসুমে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সে অনুযায়ী ৭ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এরই ধারাবাহিকতায় ইলেশের জেলা বরগুনায় সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য স্থানীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে গঠন করা হয়েছে ভ্রাম্যমান আদালত। তারই অংশ হিসেবেই এই অভিযান। 

এবিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “ভারত, মায়ানমার এবং বাংলাদেশের সমন্বয়ে এক সঙ্গে অবরোধ করা গেলে ইলিশে পরিপূর্ণ থাকবে সাগর এবং নদী।”

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, “সরকারের প্রথম কাজ এই কর্মসূচীকে বাস্তবায়ন করা এবং জেলেদের কথা চিন্তা করে এই নিষেধাজ্ঞা চলাকালীন সরকারের পক্ষ থেকে খাদ্য সহযোগিতা দেয়া।”
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি