ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বর্ষাকালে কাঠের আসবাবে ছত্রাক, মুক্তি মিলবে সহজেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৯ সেপ্টেম্বর ২০২১

বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। সেই সঙ্গে বেড়ে যায় ছত্রাকের উপদ্রব। বিশেষ করে কাঠের আসবাবে ছত্রাকের আক্রমণ হয় বেশি। একে অনেকে ‘ছাতা ধরা’ বলেন। 

জেনে নিন, এই সমস্যা থেকে কাঠের আসবাব বাঁচানোর উপায় :  
• কাঠের আসবাবে পানি পড়লে ছত্রাকের আক্রমণ হবেই, তাই বৃষ্টির পানি যাতে না পড়ে এজন্য দরজা ও জানালা থেকে দূরে রাখুন আসবাবপত্র। 
• ছত্রাকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে বার্নিশ। কাঠের কাজ যারা করেন, তাদের দিয়ে বছরে দু’বার কিংবা অন্তত একবার বার্নিশ করিয়ে নিন। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভাল থাকবে।
• কাঠের আসবাবটি কি মাটি ছুঁয়ে আছে? তা হলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। আসবাবের পায়াগুলির তলায় ধাতব কিছু রেখে দিতে পারেন।
• আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না। ধুলো বাতাসের জলীয়বাষ্প টেনে আনে।
• আসবাবের উপরের ধুলো পরিষ্কার করতে কখনও ভেজা কাপড় ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক জন্মানোর প্রবণতা বাড়বে।
• বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না। তাতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা ঠেকাতে কিছু স্প্রে মোম পাওয়া যায়। সেগুলি ব্যবহার করতে পারেন।
সূত্র: আনন্দবাজার
এসবি/ এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি