ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের, বিস্ফোরণ

প্রকাশিত : ০৮:১৪, ২৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:৫৪, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বসিলা মেট্রো হাউজিং এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করেছে র‌্যাব।

রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িটিতে র‌্যাব গেলে ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে ভোর ৫টার দিকে সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। র‌্যাব-২-এর এসপি মহিউদ্দিন ফারুকি এ তথ্য নিশ্চিত করেছেন।

এবিষয় জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রো হাউজিংয়ের নির্মাণাধীন একটি বাড়িতে আমরা গিয়েছিলাম। একটু সময় নিয়ে সেখানে লোকবল বাড়ানো হয়। ভোর ৫টার দিকে ওই বাড়ির ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। এখনও ঠিকভাবে বলতে পাচ্ছি। অভিযান শেষ হলে বিস্তারিত জানতে পারবো।

 

র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা ওই বাড়ি ঘিরে ফেললে ভেতর থেকে গুলি চালানো হয়। আমাদের বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে অভিযান চালানো হবে। এখন এবিষয় কিছু বলতে পাচ্ছি না। অভিযান শেষ হলে সাংবাদিকদের জানানো হবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি