ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বহুগুণের গোলমরিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২০ অক্টোবর ২০২১

গোলমরিচ একটি নিত্যপ্রয়োজনীয় মসলা। আমরা অনেক সময় হাতের কাছের জিনিসের অনেক কাজের কথা জানি না । কিন্ত এদের রয়েছে একসঙ্গে অনেক ধরনের কাজ । তেমনি একটি মসলা গোলমরিচ। বলতে গেলে বহুগুণে গুণান্বিত মসলার নাম গোলমরিচ।

গোলমরিচ নিয়মিত খেলে শরীরে অনেক রকমের উপকার পাওয়া যায় । অল্পতেই দূর হতে পারে অনেক রোগ । 
দেখে নেওয়া যাক গোলমরিচের উপকারি দিকগুলো-

হাল্কা গরম এক কাপ পানিতে অল্প লেবুর রসের সাথে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে কমতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। 

ঠাণ্ডা জড়িত বুকে কফ লাগার সমস্যা দূর হয় গোলমরিচ সেবনে । 

কাঁচা নিমপাতার সঙ্গে কয়েকটি গোলমরিচ খেলে ভালো হয় শরীরের অনেক রোগ । পেটে গ্যাসের সমস্যাও সহজেই দূর হতে পারে নিয়মিত গোলমরিচ সেবনে । 

দৈনন্দিন জীবনে অনেক সময় পানি কম খাওয়া হয় ,যার ফলে হতে পারে ডিহাইড্রেশন । এই সমস্যা দূর হতে পারে পানির সাথে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে ।

রোজ রান্নায় গোলমরিচ খেলে কর্মক্ষমতাও বৃদ্ধি পায় । ওজন কমাতেও সাহায্য করে গোলমরিচ ।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ/এসবি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি