বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টা করছেন তারেক রহমান: মির্জা ফখরুল
প্রকাশিত : ১৪:৪২, ২৮ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনে বিএনপির কোনো নেতা মুচলেকা দেননি। শহীদ হয়েছেন যুবদলের ৭৯ জন ও ছাত্রদলের ১৪২ জন। পুরো বাংলাদেশ সেই সময় রাস্তায় নেমেছিল। এই আন্দোলন কোনো একক সংগঠনের ছিল না—শিশু থেকে বৃদ্ধ, সবাই অংশ নিয়েছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা কি চেয়েছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের চাঁদাবাজি? এত দ্রুত এসব ঘটলে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? পুরো জাতি তরুণদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আজ আমরা জোর গলায় বলতে পারি না যে দেশ নতুন করে গড়ে উঠছে। বরং একটি ফ্যাসিস্ট শাসনের সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এক বছর পার হলেও হাসিনার বিচারের কিছুই দেখতে পাচ্ছি না। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তারা কেন এখনো গ্রেপ্তার হয়নি?
সংস্কার ইস্যুতে সরকারের অগ্রগতি নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার যতই চাপ তৈরি করুক, দেশের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয়। তারেক রহমান সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন—বাংলাদেশকে কীভাবে আবার গড়ে তোলা যায়, সেই পথ খুঁজছেন।
এসএস//
আরও পড়ুন