ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় দালালসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

প্রকাশিত : ২০:১৬, ৩ জুন ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে এক দালালসহ দুই বাংলাদেশী নারী আটক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। আজ বৃহস্পতিবার দুপুরে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলা পাড়া গ্রামের সামছুল শেখের মেয়ে মীম আক্তার ও খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীর হাট গ্রামের হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন । 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিওপির সদস্যরা আজ বৃহস্পতিবার সকালে দর্শনা সীমান্তের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নতুন তেতুলিয়া গ্রামের বটতলা মোড়ের পাঁকা রাস্তার উপর হতে ওই দু' বাংলাদেশী নারীকে আটক করে। ওই দু' নারী ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ওই দু' নারীকে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে বিজিবি সদস্যরা জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মোমিনকে (৪০) আটক করেছে। আটককৃতদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি