ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪

বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২৭ মে ২০২৪ | আপডেট: ১৫:৫২, ২৭ মে ২০২৪

বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতে আশ্বাসের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রপ্তানী ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী। 

সোমবার গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। 

এতে অংশ নেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোবোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশপ-সহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা।

সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে একটি ‘স্মার্ট নেশন’ হয়ে ওঠার আকাঙ্ক্ষা পোষণ করি। এখানে, আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং আমাদের রপ্তানি ভিত্তি সম্প্রসারণে আপনাদের সমর্থন প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বাংলাদেশের জন্য প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। উভয় দেশের অনেক ক্ষেত্রেই নিবিড় সম্পৃক্ততা রয়েছে, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগে।

বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগি হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। 

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ অনেকেই।

এর আগে চার দিনের সফরে রোববার রাতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলটি ঢাকায় আসে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি