ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরো একটি বছর কেটে গেল

প্রকাশিত : ১৬:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৬

আনন্দ-বেদনা, হাসি-কান্না আর ব্যর্থতা ও সাফল্যের মধ্য দিয়ে কেটে গেল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরো একটি বছর। বরাবরের মত সাফল্যের সিংহভাগ জুড়ে রয়েছে ক্রিকেট। আবু হোরায়রা তামিমের রিপোর্টে, একনজরে বাংলাদেশের ২১০৬ সালের ক্রীড়াঙ্গন। বাংলাদেশের ক্রীড়াঙ্গণে সারা বছর যথারীতি ক্রিকেটই ছিল বেশী আলোচনায়।  ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দলে পরিণত হয়েছে বেশ আগেই। বিশ্বকাপ টি-টুয়েন্টিকে সামনে রেখে এশিয়া কাপও ৫০ ওভার থেকে কমিয়ে টি-টুয়েন্টিতে হয়েছে। আর এখানে শ্রীলংকা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলে বাংলাদেশ। ভারতের সঙ্গে লড়াই করে হেরে রানার্সআপ হয় টাইগাররা। এরপরই টি-টুয়েন্টি বিশ্বকাপে নজরকারা পৈূণ্য দেখায় মাশরাফি বাহিনী। এ বছর থেকে টেস্টেও নিজেদের শক্তির প্রমাণ দেয়া শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে  অল্পের জন্য হেরে গেলেও ঢাকা টেস্টে জিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ ১-১ এ ড্র করেছে মুশফিক বাহিনী। এছাড়া ওয়ানডে সিরিজেও ইংলিশদের ১টি ম্যাচে হারিয়েছে বাংলাদেশ । মোস্তাফিজুর রহমান প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসি’র বর্ষ সেরা উদিয় মান খেলোয়াড়ের পুরস্কার জিতে, দেশের ক্রিকেটে দিয়েছেন নতুন মাত্রা। বয়ে এনেছেন দেশের জন্য সম্মান। নানা নেতিবাচক খবরের মাঝে ঝিমিয়ে পড়া হকিতে নতুন প্রাণের সঞ্চয় করেছে হংকংয়ে এএইচএফ কাপে হ্যাটট্রিক শিরোপা। এছাড়া অনূর্ধ্ব-১৮এশিয়া কাপ হকিতে প্রথম রাউন্ডে ভারতকে হারানো এবং ফাইনালে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর ৪-৫ গোলে ভারতের কাছে হেরে রানার্স আপ হওয়াটাও ছিল গৌরবের। এছাড়া বছরের শুরুতে এসএ গেমসে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। সারা বছর ব্যর্থতার গল্পই শুনিয়েছে জাতীয় দলের ফুটবলাররা। সর্বশেষ এশিয়া কাপ বাছাই পর্বে ভুটানের কাছে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে মামুনুলরা। এর মাঝে এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের শিরোপা জয় যেন কক্ষ পথে রেখেছে মহিলা ফুটবলকে। এসএ গেমসে সবার উপরে বাংলাদেশের পতাকা তুলে দেশের সম্মান বৃদ্ধি করেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এছাড়া সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও শ্যুটার শাকিল আহম্মেদও দেশের জন্য স্বর্ণ জেতেন। এসএ গেমস ছাড়াও কাতারে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ক্লাব চ্যাম্পিয়নশীপে ৬৩ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেন মাবিয়া। আর ৫৩ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতে দেশের মুখ উজ্জল করেছেন জহুরা আক্তার রেশমা। বছরের শেষ দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক ব্যাডমিন্টন, হ্যান্ডবল, টেনিস সহ অন্যান্য ফেডারেশনও ব্যস্ত ছিল বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি