ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাগমারায় সাইকেল পেল নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থী

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৭:০৫, ১৪ মার্চ ২০২০

প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক।

অনুষ্ঠানে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৩০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এর মধ্যে ২০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্র। এছাড়া মোট ১৩৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে খাতা, কলম, লাইট, রেইন কোর্টসহ বিভিন্ন সামগ্রী। 

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, বাগমারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সমরেশ কুমার সরকার। 

এআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি