ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ২৬ জনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০০:২০, ৩ জুলাই ২০২১

বাগেরহাটে স্বাস্থ্যবিধি ও সার্বিক লকডাউনের নিষেধাজ্ঞা না মানায় ২৬ জনকে ৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাহারুল ইসলাম ও রোহানা সরকার পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাহারুল ইসলাম বলেন, সরকার সারা দেশব্যাপি যে লকডাউন দিয়েছে তা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। লকডাউনের দ্বিতীয় দিনে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছি। যারা বিনা কারণে বাইরে এসেছে এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখেছে। তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনও করেছি আমরা।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি