ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাজেট জনকল্যাণমুখী ও যুগোপযোগী: সেতুমন্ত্রী

প্রকাশিত : ১২:০০, ১৫ জুন ২০১৯ | আপডেট: ১২:০২, ১৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজেট যুগোপযোগী, জনকল্যাণমুখী এবং আ.লীগের ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাজেট নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে একটি মহল, এটি এক বছরের বাজেট পাঁচ বছরের নয়।

ওবায়দুল কাদের আরও বলেন, বরাবরের মতো বাজেট নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করছে বিএনপি। বিশাল বাজেটের ব্যাপকতা বিএনপির পক্ষে বুঝা সম্ভব নয়। তাই বাজেট নিয়ে মিথ্যাচার করছে তারা।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি