ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

বাজেটে বরাদ্দ থাকছে কর্ণফুলী টানেলসহ চট্টগ্রামের উন্নয়নে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪৫, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

এবাররে বাজটেে চট্টগ্রামে বিদ্যুৎ কন্দ্রে, রলে পথ, র্কণফুলী টানলে নর্মিাণসহ বশে কছিু প্রকল্পরে জন্যে র্অথ বরাদ্দ করা হয়ছেে
চট্টগ্রামে র্কণফুলী নদীর তলদশেে ‘র্কণফুলী সড়ক টানলে’ নর্মিাণরে জন্য রাখা হয়ছে ১ হাজার ৫শ’ ৭৪ কোটি টাকা। ‘দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রলেপথ প্রকল্পরে জন্য বরাদ্দ ৩ হাজার ৩শ’ ৬৬ কোটি টাকা। কক্সবাজাররে মহশেখালীতে ‘মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রটিক্যিাল কোল ফার্য়াড পাওয়ার প্ল্যান্ট’ প্রকল্পে বরাদ্দ ১ হাজার ৮শ’ ৩৬ কোটি টাকা। তবে গত বাজটেরে অন্যতম, অগ্রাধকিারমূলক প্রকল্প ‘সোনাদয়িা গভীর সমুদ্র বন্দর নর্মিাণ’ থকেে সরকার সরে আসায়, এবার বরাদ্দ রাখা হয়নি বাজটে।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি