ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড্ডায় ভবনের ছাদে বাবা-মেয়ের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তর বাড্ডার ময়নার বাগ এলাকায় একটি ভবনের ছাদ থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশনিহত বাবার নাম জামিল (৩৮) এবং মেয়ের নাম নুসরাত ()

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে বাড্ডা থানা পুলিশের কয়েকজন সদস্য গিয়ে ওই ভবনের দেখতে পান জামিলের রক্তাক্ত মরদেহ। তার পাশেই পড়েছিল নুসরাতের লাশ। নুসরাতের গলায় দাগ ছিল, তবে রক্ত ছিল না।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে জামিলকে ছুরিকাঘাতে এবং নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জামিলের স্ত্রী আরজিনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাতে রাজধানীর কাকরাইলের একটি বাড়ি থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

/আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি