ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাল্যবিবাহের বিশেষ বিধান নিয়ে রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১০ এপ্রিল ২০১৭

সদ্য পাস হওয়া বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধান কেন সংবিধানের সঙ্গে বৈষম্যমূলক ও সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল দেন। শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার ও দেশের আইনের সঙ্গে এই বিধান অসামঞ্জস্যপূর্ণ কেন ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। আইনসচিব এবং নারী ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি