ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ির ছাদে বর্ষবরণ নয় : ডিএমপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বর্ষবরণের অনুষ্ঠান বাড়ির ছাদের ওপর করা যাবে না। চার দেয়ালের ভেতর থার্টি ফার্স্টের অনুষ্ঠান উদযাপন করতে হবে। আর এজন্য ঢাকা মহানগর পুলিশকে অবগত করতে হবে।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিট ও সোয়াত টিমের সদস্যরা দায়িত্ব পালন করবেন।  
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গুলশান, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আটটার পর বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি নীলক্ষেত ও শাহাবাগ—এই দুটি পথ দিয়ে ঢুকতে পারবে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি