ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অপসারণের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন মসজিদে অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয় ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন আলেমকে।  
 
হঠাৎ গত শুক্রবার হঠাৎ করে জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন মুফতি মোঃ রুহুল আমিন। পরে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে না চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লিও সাবেক খতিবের সমর্থকরা। এই সংঘর্ষের সময় মসজিদের ভেতরের দরজার গ্লাস ভাঙচুর করা হয়। এসময় বেশকিছু মুসল্লি মসজিদ থেকে বের হতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি