ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

বি. চৌধুরী-কামালের বৈঠকে তিন সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ২০ আগস্ট ২০১৮

সাবেক রাষ্ট্রপতি, যুক্তফ্রন্ট ও বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মধ্যকার বৈঠক ঘিরে সাম্প্রতিক রাজনীতিতে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্বাচন সামনে রেখে এ দুই নেতার বৈঠক রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এমন ধারণা করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রোববার রাতে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নানের গুলশানের বাসায় বহুর কাঙিক্ষত ওই বৈঠক হয়। বৈঠকটি রাত সাড়ে ৮টায় শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।

বদরুদ্দোজা চৌধুরী এবং কামাল হোসেনের ওই বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এছাড়া নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যের বিষয়ে তাঁরা একমত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

তিনি জানান, আজকের বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমত, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম যৌথভাবে জাতীয় ঐক্য নিয়ে কাজ করবেন।

দ্বিতীয়ত, আজ সোমবার এই দুই নেতা কর্মসূচি নির্ধারণ করবেন।

তৃতীয়ত, ঈদের পরে সুবিধাজনক সময়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্য ঘোষণা দেবেন। সেই সঙ্গে মহাসমাবেশ ও অন্যান্য কর্মসূচির ঘোষণা আসতে পারে।

বৈঠকে অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ ও নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি