ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জাতিসংঘে ফখরুল

বিএনপি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে: আ.লীগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:০১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণের কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এটি জনগণের সাথে রীতিমত প্রতারণা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে বিএনপি জাতিসংঘের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

গত ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ’নিয়ে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে গিয়েছেন মির্জা ফখরুল।

দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে বিষয়টি। তবে, সংস্থার মহাসচিব দপ্তরের স্ট্রাটেজিক কমিউনিকেশন অফিসার জোয়স লুইস ডায়াজ নিশ্চিত করেছেন, গুতেরেস ফখরুলকে আমন্ত্রণ জানাননি। বরং মির্জা ফখরুলের অনুরোধেই তার সঙ্গে বৈঠক করেছেন সংস্থার রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব মিরোস্লাভ জেনকা। বিষয়টি বিএনপির মিথ্যাচারের অংশ বলছে আওয়ামী লীগ। 

বিএনপি মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও দাবি আওয়ামী লীগের।

এ’ ধরনের মিথ্যাচার দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক।

বিদেশীদের কাছে নালিশ না করে সঠিক রাজনীতি চর্চারও আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি