ঢাকা, রবিবার   ২৮ ডিসেম্বর ২০২৫

বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির এক নেতা ও এক কলামিস্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলা করেন তিনি। 

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের অভিযোগ দায়ের করেছেন মাহমুদুর রহমান।

অভিযোগে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও গুজব তৈরি করে জনবিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির প্ররোচনায় আমার দেশ কর্তৃপক্ষ তথা বাদীকে জড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমণের অংশীদার হিসেবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উসকানিমূলক, প্ররোচণামূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করেন।

মারুফ মল্লিকের সঙ্গে যোগসাজশে ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থন করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেইসবুকে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি