ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

বিএনপিকে জঙ্গি-সন্ত্রাসাশ্রয়ী রাজনীতি পরিহার করার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১ সেপ্টেম্বর ২০১৯

বিরোধীদল হিসেবে গত সাড়ে দশ বছরে বিএনপি যেভাবে জঙ্গি নির্ভর ও সন্ত্রাসাশ্রয়ী রাজনীতি করেছে, সেটি দেশের রাজনীতির জন্য অত্যন্ত দু:খজনক। গণমানুষের জন্য যারা রাজনীতি করে, তারা কোনোভাবেই এ ধরনের বিধ্বংসী পথের আশ্রয় নেয়া উচিত নয়। বিএনপি যাতে ভবিষ্যতে জঙ্গি নির্ভর ও সন্ত্রাসাশ্রয়ী এবং দোষারোপ করার অপরাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই আহ্বান জানান।
 
তিনি বলেন, বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে অভিনন্দন।তবে বিএনপির জন্ম হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাতে।জিয়াউর রহমান অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে অন্য দল থেকে দলছুট হয়ে উচ্ছিষ্ট গ্রহণকারী অধিকাংশ নেতাদের নিয়ে দল গঠন করেছেন তিনি। এরই নাম বিএনপি।'

মন্ত্রী বলেন, 'বেগম জিয়ার নেতৃত্বেও বিএনপি দেশকে সুশাসন দিতে পারেনি।দুর্নীতি-দু:শাসনই শুধু নয়, বিএনপির দশ বছরে দেশ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। হাওয়া ভবন তৈরি করে সেখানে সমান্তরাল সরকার পরিচালনা করা হচ্ছিল।তাদের নেতৃত্বে দেশ লজ্জাস্করভাবে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে।অগ্রগতির চাকা একই জায়গায় ঘুরপাক খেয়ে পরিণত হয়েছিল ঘুর্ণায়মান চাকায়।' 

বিএনপি'কে পেছনে ফিরে তাকানোর অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,'বিএনপি'র আমলে প্রকাশ্য দিবালোকে জনসভায়  হামলা চালিয়ে সংসদ সদস্য শাহ এএমএস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল।বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতিও দিত না। ২১ আগস্ট সমাবেশের অনুমতি দিয়েছিল মধ্যরাতে। যাতে আমরা মঞ্চ বানাতে না পারি। সে কারণে আমরা ট্রাকের ওপর সমাবেশ করেছিলাম। তারা আমাদের প্রার্থিত মুক্তমঞ্চে না দিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে এমন জায়গায় আমাদের সমাবেশের অনুমতি দিয়েছিল যাতে ভবন থেকে গ্রেনেড ছোড়া যায়।'
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি