ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:৫১, ২৯ আগস্ট ২০১৮

বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলটির ঘোষিত আগামী ০১ সেপ্টেম্বরের সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে।

বুধবার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম বলেন, সমাবেশের জন্য আমরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি পেয়েছি।

তিনি বলেন, জনসভা সফল করার জন্য আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের সমাবেশ ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দস সালাম।

জানা যায, বুধবার দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে পুলিশের পক্ষ থেকে জনসভা করার অনুমতির বিষয়টি জানানো হয়। প্রতিনিধিদলে শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি