ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না: কাদের

প্রকাশিত : ১৪:২৫, ২৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

উপজেলা নির্বাচনে বিএনপি না এলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তন্য করেছেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি বলেন, বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার রাস্তা ফোরলেন উন্নীতকরণের এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপিকে ভাঙার জন্য বাইরের কারো প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজেদের ভাঙনের কারণ হবে। এছাড়া নির্বাচনে যে কয়টি আসন পেয়েছে তা নিয়েই বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান তিনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি