ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বিএনপির নেতাদের বক্তব্য অশুভ ইঙ্গিত: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৩২, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের মানববন্ধন নয়, দানব বন্ধন করতে হবে এই হুমকির জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,, এই হুমকি অশুভ কোন কিছুর ইঙ্গিত দিচ্ছে। কারণ বিএনপি অতীতেও দানবীয় রূপ ধারণ করেছিল। 

আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন। এসময় বিএনপিকে ভবিষ্যতে দানবীয় রূপ ধারণ করার পরিকল্পনা না করার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটুন, সেটিই সবার জন্য শুভ হবে এবং জনগণের জন্যও শুভ হবে।


বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের মানববন্ধন নয়, দানব বন্ধন করতে হবে এই হুমকির জবাবে মন্ত্রী বলেন, এই হুমকি অশুভ কোন কিছুর ইঙ্গিত দিচ্ছে। কারণ বিএনপি অতীতেও দানবীয় রূপ ধারণ করেছিল। 

শতশত মানুষ তারা আগুনে পুড়িয়ে মেরেছে। সরকারি সম্পত্তি, বাস, ট্রেন, লঞ্চে আগুন দিয়েছে। তাই বিএনপির কাছে আমার আহ্বান তারা যেন নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি