ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘বিএনপির সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:২৮, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি এমন একটা দল যার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। কারণ, তাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘গণতন্ত্রের মা’ নন। মূলত, তিনি জঙ্গি-রাজাকারদের ‘আসল মা’, আর গণতন্ত্রের ‘সৎ মা’ বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। দণ্ডিত ও সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে। মামলার আসামিদের, খুনের আসামিদের রক্ষা করার আলাদা অপপ্রয়াস চালাচ্ছে।

মন্ত্রী অভিযোগ করে বলেন, গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা, খুনিদের রক্ষা করায় হচ্ছে বিএনপির একমাত্র কাজ। এর বাইরে অন্য কোনো কাজ নাই। খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে এই শর্ত আরোপ করে তারা কার্যত নির্বাচন বানচালই করতে চায়।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ জাসদের দলীয় নেতা-কর্মীরা।

কেআই/  এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি