ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচারপতিতের অভিশংসনের ক্ষমতা প্রয়োগের আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ১৫:৩৪, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

সংবিধান সংশোধনের প্রায় দেড় বছর পর সুপ্রিম কোর্টের বিচারপতিতের অভিশংসনের ক্ষমতা প্রয়োগের আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের বিচারকগণের অসদাচরণ ও অসামর্থ্যতা  আইন, ২০১৬'-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দিতে এই আইনটি করা হচ্ছে। সংশ্লিস্টরা জানিয়েছেন, বিচারকদের কী কী কারণে অভিশংসন করা যাবে- তা নির্ধারণ করা হয়েছে এ আইনে। তবে কেউ যদি বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন, তার দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীতে সংসদ এ ক্ষমতা পেলেও আইনের অভাবে তা প্রয়োগ করা হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি