ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বগুড়া-৬ উপনির্বাচন

বিজয়ী সিরাজের শপথ আজ

প্রকাশিত : ০৮:৫৮, ১১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদে বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে নির্বাচিত বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ শপথ নেবেন।

উল্লেখ্য, গত ২৪ জুন বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা নৌকা প্রতীকে পান ৩২ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি