ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিজিএমইএ ভবন ভাঙতে দরপত্র আহবান (ভিডিও)

প্রকাশিত : ১৮:৫৮, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার সিদ্ধান্ত  ২৫ এপ্রিল চূড়ান্ত হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এরজন্য দরপত্র আহবান করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবনটি ভাঙা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এদিকে ভবন ভাঙার আইনী নির্দেশের পর সিলগালা করায় মালামাল সরাতে না পেরে ক্ষোভ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 বিজিএমইএ কমপ্লেক্স হাতিরঝিলের বিষফোঁড়া নামে অসহনীয় হয়ে উঠেছিল নির্মাণের পর থেকেই। পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে শেষমেশ ভবনটি ভাঙার সিদ্ধান্ত এখন চূড়ান্ত।

তবে নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরাতে না পেরে তড়িঘড়ি সিদ্ধান্ত বাস্তবায়নের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

বিজিএমইএ ভবন না ভাঙার আবেদন যারা করেছেন তাদের শাস্তির দাবী জানিয়েছেন বিদায়ী সভাপতি।

এদিকে মুচলেকা দেয়ার পরেও ভবন ভাঙতে ১ বছরের সময় চেয়ে করা কর্তৃপক্ষের আবেদন ৩ দিনের মধ্যে প্রত্যাহার চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন মামলার অ্যামিকাস কিউরি।

অন্যদিকে কোন পদ্ধতিতে ভবনটি ভাঙা হবে সে বিষয়ে সচিবালয়ে নিজ দফতরে গণপূর্ত মন্ত্রী সাংবাদিকদের জানান, সিদ্ধান্ত নেয়ার পরবর্তি ৯০ দিনের মধ্যে ওই স্থান সম্পূর্ণ খালি করে দেওয়া হবে।

নিরাপত্তার জন্য আইনশৃংক্ষলা বাহিনীর সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি