ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিদ্যুৎ বিপর্যয়ে কমলাপুর রেলস্টেশনের কার্যক্রম ব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ৪ অক্টোবর ২০২২

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ বিপর্যয় ঘটে। বিদ্যুৎ না থাকায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কমলাপুর রেলস্টেশন সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, বিদ্যুৎ না থাকায় কমলাপুর রেলস্টেশনে বিকল্পভাবে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাই বিদ্যুৎ যাওয়ার পর থেকে জেনারেটর চলছিল স্টেশনে। কিন্তু এর মধ্যেও বিকেল ৪টা থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত কাউন্টারে বিদ্যুৎ সরবরাহ ছিল না। ফলে এই ২৫ মিনিটে কোনো টিকিট বিক্রি সম্ভব হয়নি।

এতে, কাউন্টারের সামনে থাকা টিকিট প্রত্যাশীরা অধৈর্য হয়ে পড়েন। পরে বিদ্যুৎ সরবরাহ ঠিক হলে সাড়ে ৪টার দিকে টিকিট বিক্রি শুরু হয়।

বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান জানান, এক ঘণ্টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ চলে আসবে এবং সন্ধ্যার মধ্যে সারাদেশে বিদ্যুৎ আসবে। তবে ঠিক কী কারণে গ্রিড বিপর্যয় হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি বলে জানান বিদ্যুৎ বিভাগের সচিব। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রিডে সংস্কারের কাজ চলছে।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি