ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রাসহ যাত্রী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ৬ অক্টোবর ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগশুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ত্যথ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই যাত্রীর নাম মো. মামুন মিয়া (৪১)। ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার সময় বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।

পরে তার ব্যাগ তল্লাশি করে এক কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, রাত ২টার দিকে ১৬ নম্বর বোর্ডিং ব্রিজে এয়ারলাইনসের চেকইন কাউন্টারে মামুনকে চ্যালেঞ্জ করে তারা। পরে তাকে কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে সৌদি রিয়াল, দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়। এসব মুদ্রা তার ব্যাগের ভেতরে ছবিবিহীন একটি ফটো অ্যালবামে লুকানো ছিল।

পাসপোর্ট অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত মামুন ২৪ বার বিদেশ যাতায়াত করেছেন। এ ঘটনায় আটক মামুন মিয়াকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

আর/এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি