ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

বিমানবন্দরে ১শ’ কোটি টাকার কোকেন জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২৫ জানুয়ারি ২০২৪

দেশের ইতিহাসের সবচেয়ে বড় কোকেনের চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন। 

বুধবার রাতে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আফ্রিকার দেশ মালউয়ি’র নাগরিক নোমতানদাজো তোওরা সোকোকে ৮ কেজি ৩শ’ গ্রাম কোকেনসহ আটক করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জব্দকৃত মাদকের মূল্য প্রায় ১শ’ কোটি টাকার বেশি। 

কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের সক্রিয় একটি চক্র, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয় কাতার এয়ারওয়েজে আসা আফ্রিকান এই নারীকে। পরে কার্বনে মোড়ানো অল্পকিছু কোকেন উদ্ধার করা হয় হাতব্যাগ থেকে। 

এরপর তার লাগেজের ওজন সন্দেহ করে সেটিও খোলা হয়। বিশেষ কায়দায় তৈরি লাগেজের ভেতরে মিলে আরও ৮ কেজি কোকেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ইতিহাসে এর আগে একসাথে এত বড় চালান আর আসেনি। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ বলেন, কোকেনের এই চালানটি বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। চালানটি অন্য কোনো দেশে চলে যেতো। আমাদের ধারণা তাওয়েরা সোকো কোকেনের এই চালানটি মালাও থেকে নয়তো ইথিওপিয়া থেকে সংগ্রহ করেছে।

এদিকে, বিমানবন্দরে আট ধরনের মাদক তল্লশীতে এরইমধ্যে ডগস্কোয়াডের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান, এপিবিএনের এই কর্মকর্তা। 

এতো বড় কোকেন চালানের দেশী-বিদেশী কারা জড়িত তা খুঁজে বের করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। তানভীর মমতাজ বলেন, কোকেনের চালানের সঙ্গে দেশি এবং বিদেশি চক্র জড়িত আছে। এই চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করছি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি