ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বিশ্বে একদিনে আরও ৫ হাজার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৭ অক্টোবর ২০২০

বিশ্বজুড়ে নতুন করে আরও ৪ লাখের অধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও পাঁচ হাজারের বেশি ভুক্তভোগীর। যার অধিকাংশই যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিলের নাগরিক। একইসঙ্গে সুস্থতা লাভ করেছেন আরও পৌনে তিন লাখের বেশি রোগী। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১১ হাজার ৩৭২ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৫৩৭ জনে। নতুন করে ৫ হাজার ১১০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৬৪ হাজার ২৩৬ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৭৬ হাজার ৪৯৯ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৬২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৩১ হাজার ৪৫ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৪৫ হাজার ৮৮৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৫৩৫ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৪ লাখ ১১ হাজার ৫৫০ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৪৫১ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৫ লাখ ৬৫ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ২৬৯ জন।

ইউরোপীয় অঞ্চলের দেশগুলোতে মাঝে কিছুটা স্থির হলেও সেখানে আবারও নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে শীর্ষ পাঁচ দেশের তালিকায় এবার স্পেনকে পেছনে ফেলেছে ফ্রান্স। যেখানে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৫ হাজার ১৮ জনের।  

ছয়ে থাকা থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ৩১ জনের। দেশটিতে ভাইরাসটি প্রকোপ ঠেকাতে নতুন করে কারফিউয়ের পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়েছে। যা রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৫১ জন। এর মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৬শ’ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৮১৮ জনের।

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি