ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বি ব্লক এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পারিবারিকভাবে নিশ্চিত করছে।

তারা স্বজনরা বলেন, শনিবার রাত ৯টার দিকে রাতে বাইরে থেকে দরজা খুলে ভেতরের সবকিছু ওলটপালট দেখতে পান তারা। তাদের দাবি, ২০ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের গুরুত্বপূর্ণ অনেক আসবাবপত্র চুরি গেছে।

এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। চুরির খবর পেয়ে আজ রোববার সকালে দেশে ফেরেন তিনি।

এবিষয়ে নান্নু বলেন,‘খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি,সবকিছু নিয়ে গেছে। বাসার সবকিছু ওলটপালট। ঘরে কোনো জিনিস রাখে নাই। টাকা-পয়সা, অলংকার যা ছিল সব নিয়ে গেছে। কিছুই নেই ঘরে। এখনো সবকিছু জানিও না। হিসাব করে দেখতে হবে।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি