ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ৩০ জুন ২০২১

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে গত মঙ্গলবার রাতে জেসমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী নূর ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত জেসমিন শুল্যকিয়া গ্রামের মনোহর আলীর মেয়ে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ওই ঘটনায় অভিযান চালিয়ে নূর ইসলামকে আটক করে পুলিশ। সে কাজীচর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গত ২৩ জুন পারিবারিকভাবে জেসমিনকে বিয়ে করে নূর ইসলাম। এটা নূর ইসলামের দ্বিতীয় বিয়ে। বিয়ের পরদিন থেকে বিভিন্ন অজুহাতে জেসমিনকে মারধর করতে থাকে সে। বিয়ের এক সপ্তাহ পর গত মঙ্গলবার রাত ২টার দিকে জেসমিনের চিৎকার শুনতে পায় বাড়ির লোকজন। এসময় তারা দেখতে পায় নূর ইসলাম একটি কোদাল দিয়ে জেসমিনের মাথায় আঘাত করছে। 

এতে মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায় জেসমিন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি