ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ৩ লাশ উদ্ধার

প্রকাশিত : ১৪:১২, ২৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:১৭, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছে ওই পরিবারের এক ছোট্ট শিশু।
গতকাল শুক্রবার রাতে সদরঘাটের তেলঘাট বরাবর মাঝ নদীতে মানিক-৩ নামে একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়ানৌকা ধাক্কা লেগে ডুবে যায়। এতে নৌকায় থাকা একই পরিবারের রোজিনা বেগম, তাঁর স্বামী মতিউর রহমান, ছেলে আবিদ ও মমতাজ বেগম পানিতে ডুবে যায়।
সদরঘাট নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘গতকাল রাতেই মমতাজ ও রোজিনার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আর সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে রোজিনার ছেলে আবিদ। তার লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি