ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃদ্ধকে মারধরের কথা স্বীকার করেছে আসামিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাসার ছাদে উচ্চ স্বরে গান বাজানোর প্রতিবাদ করায় নাজমুল হককে মারধর করার কথা স্বীকার করেছেন আসামিরা। ওই মারধরের পর নাজমুল হক (৬৫) মারা যান। রাজধানীর ওয়ারীর আর কে মিশন রোডের একটি বাসায় গতকাল এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত আলতাফ হোসেন, তাঁর ছেলে সাজ্জাদ, মেয়ে রাইয়ান হাসনিন ও তাঁদের স্বজন মির্জা জাহিদ হাসানকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানা গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নাজমুল হককে মারধরের কথা স্বীকার করেছেন। ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ওই চার আসামিকে আজ শনিবার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। তাঁদের মধ্যে সাজ্জাদ ও জাহিদ হাসানকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। কাল রোববার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য যে, পরিবার নিয়ে আর কে মিশন রোডের ৪৪ নম্বর বাড়ির নবম তলায় থাকতেন মো. নাজমুল হক (৬৫)। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন।

 

এম/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি