ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

বেগমগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে মামলার জরিমানার টাকা জমাদানসহ কোন প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে মোটরযানের মামলা নিষ্পত্তি করা যাবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় আধুনিক পজ মেশিনের মাধ্যমে বেগমগঞ্জের চৌরাস্তায় সামনে ঢাকা-চট্টগ্রাম-লক্ষীপুর মহাসড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।

এ সময়ে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আরও যুগপোযোগী করতে দ্রুত সেবা প্রদানের জন্য ই-প্রসিকিউশনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে মামলার জরিমানার টাকা জমাদানসহ কোন প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে মোটরযানের মামলা নিস্পত্তি করা যাবে।

উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খালেদ ইবনে মালেক, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ সার্কেল শাহ ইমরান, জেলা ট্র্র্রাফিক ইন্সপেক্টর বকতিয়ার উদ্দিন ও চৌমুহনী ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান প্রমুখ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি