ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

বোতলকাণ্ডে আটক শিক্ষার্থীকে না ছাড়লে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

বোতলকাণ্ডে আটক শিক্ষার্থী হুসাইনকে দুই ঘণ্টার ভেতরে না ছাড়লে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।

শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টায় এ ঘোষণা দেন তিনি।

শামসুল আরেফিন বলেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সামান্য একটি বোতল নিক্ষেপের ঘটনাকে বড় করা হচ্ছে। আমরা জানতে পেরেছি সেই শিক্ষার্থীকে ডিবি তুলে নিয়েছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ২ ঘণ্টার ভেতর তাকে ছেড়ে না দেওয়া হলে আমরা ডিবি অফিস ঘেরাও করব।

শামসুল আরেফিন আরও বলেন, বোতল নিক্ষেপকারী সেই শিক্ষার্থী হোসাইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন ও নীতিমালা অনুযায়ী তদন্ত সাপেক্ষে, বোতল নিক্ষেপের উদ্দেশ্য জেনে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কিন্তু আমাদের ওপর হামলার বিচারের আগে, ব্যবস্থা নেওয়ার আগে হুসাইনের গায়ে একটি ফুলের টোকাও দেওয়া যাবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল বলেন, এই শিক্ষার্থীকে আশা করি আজকের মধ্যে ছেড়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের উচিত হবে না এমন ঘোষণা দেওয়া।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি