বোতলজাত পানিতে মানবদেহের জন্য ক্ষতিকারক রোগজীবাণু
প্রকাশিত : ০৯:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সুস্থতা আর নিরাপত্তার কথা বিবেচনা করে মানুষ ওয়াসার পানির পরিবর্তে বোতল ও জার ভর্তি পানি কিনছেন। কিন্তু এসব বোতলজাত পানিতেও মিলছে মানবদেহের জন্য ক্ষতিকারক রোগজীবাণু। এসব পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়া ও কলেরার মূল কারণ দূষিত পানি।
ওয়াসার পানির উপর ভরসা করতে না পারায় রাজধানীর রামপুরার নাছির নিয়মিত পান করেন জারের পানি। কিন্তু সম্প্রতি পানি খাওয়ার পর পরই শুরু হয় ডায়রিয়া।
এরকম অসংখ্য মানুষ, নিরাপদ ভেবে জারের পানি পান করার পরও ভর্তি হচ্ছেন হাসপাতালে।
চিকিৎসকও বলছেন দূষিত পানির কারনেই ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
নিয়ম না মেনে অসংখ্য পানির কারখানা গড়ে উঠেছে বলে জানালেন খোদ এক ব্যবসীয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী র্যাবের ম্যাজিষ্ট্রেটও বলছেন, পিওর দাবী করলেও মূলত ওয়াসার পানি দিয়েই চলছে অধিকাংশ পানির জারের ব্যবসা।
পানিই জীবন, পানিই মরণ! তাই পানি খেতে সাবধানী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।