ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বড় বিপদের কারণ হতে পারে এলইডি বিজ্ঞাপন (ভিডিও)

শাকেরা আরজু

প্রকাশিত : ১৪:৪০, ১৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

সন্ধ্যা নামলেই সড়কের মোড়ে ডিজিটাল বিজ্ঞাপনের বিচ্ছুরিত আলো, আবার কিছু সময়ের জন্য হঠাৎ অন্ধকার। এই আলো-আধারি পথচারী ও চালকদের জন্য যে কোনো সময় বড় বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা গবেষকদের। গবেষণার মাধ্যমে নীতিমালা করে এসব বিজ্ঞাপন স্থাপনের অনুমতি দেয়া উচিত বলে মনে করছেন তারা। 

দিনের আলোতে রাজধানীর কারওয়ান বাজার মোড়। সার্ক ফোয়ারার চারপাশে এলইডি বিজ্ঞাপনের বড় পর্দা। চলছে নানা বিজ্ঞাপন। 

একই জায়গায় রাতের অন্ধকারে ডিজিটাল বিজ্ঞাপন আলো ছড়াচ্ছে পুরো মোড়ে, আবার মূহূর্তেই অন্ধকারে ছেঁয়ে যাচ্ছে চারপাশ। আলোর হঠাৎ এ পরিবর্তন চোখে ধাঁধাঁ লাগাচ্ছে বিভিন্ন দিক থেকে আসা গাড়ির চালক ও পথচারীদের। মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

চালকরা জানান, সরাসরি যদি চোখে পড়ে তাতে ওই আলোটাই দেখা যায়, সামনে আর কিছু দেখা যায়না। পথচারীরা জানান, অনেক আলোর ভেতর যদি হঠাৎ করে লাইট অফ হয়ে যায় তাহলে তখন যে কোনো মানুষেরই দেখতে সমস্যা হয়।

রাজধানীতে বিলবোর্ড স্থাপনের অনুমতি দেয় দুই সিটি করপোরেশন। সংস্থা দুটির তথ্য মতে, ৫১১টি ডিজিটাল বিলবোর্ড রয়েছে রাজধানীতে। এসব বিলবোর্ডে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়। তবে ব্যস্ততম মোড়ে এমন বিলবোর্ড কেন-প্রশ্ন ছিল সংশ্লিষ্টদের কাছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, “এলইডি বলেন অথবা ট্রাইভিশন বলেন- এগুলো এখনকার সময় ও যুগের চাহিদা বিবেচনা করেই এগুলো করা হয়ে থাকে।”

বাংলাদেশ ইনিস্টটিউট অব প্ল্যানার্স এসাসিয়েশেনের সাধারণ সম্পাদক জানান, এলইডি বিজ্ঞাপন কোন জায়গায় স্থাপন করা যাবে, কতটুকু উচ্চতায় থাকবে-এসব বিষয়ে কোনো নীতিমালা নেই, নেই কোনো গবেষণাও। 

বিআইপি সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী আহসান বলেন, “যখন একজন গাড়ি চালাচ্ছেন তখন তার যে আই লেবেল এবং গাড়িরও বিভিন্ন রকম উচ্চতা আছে। বাসের একধরনের, ট্রাকে আরেক ধরনের, ডাবল ডেকারের অন্য ধরনের- এসব বিবেচনায় নিয়ে এবং কোন স্থানে কতটুকু করা যায় তার একটা স্পষ্ট নীতিমালা থাকা দরকার।”

বিশ্বের অন্যান্য দেশে এমন স্থানে এলইডি বিলবোর্ড লাগানো হয়, যেখানে মানুষের দৃষ্টি বিভ্রান্ত হয় না। 

শেখ মোহাম্মদ মেহেদী আহসান বলেন, “ঢাকা মহানগরীতে যত দুর্ঘটনা হয় তার এক-তৃতীয়াংশ দুর্ঘটনাই রাতে হয়ে থাকে। আলো এবং অন্ধকারের ব্যালেন্স না থাকার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঢাকা শহরে রাতের বেলা হয়।”

দক্ষিণ সিটি করপোরেশনের দাবি এলইডি বিলবোর্ড রাজধানীর সৌন্দর্য বাড়িয়েছে। তবে মোড়গুলো থেকে সরিয়ে অন্য কোথাও স্থাপনের বিষয়টিও দেখবেন তারা।

মো: মিজানুর রহমান বলেন, “যদি কিছু কমপ্লিক্ট হয়ে থাকে অবশ্যই সেগুলো যাত্রী সাধারণের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে।”

ঝুঁকিমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়তে এনালগ বিলবোর্ড সরিয়ে ডিজিটাল বিলবোর্ডের পদক্ষেপ নিয়েছিল দুই সিটি করপোরেশন। কিন্ত অপরিকল্পিত ডিজিটাল বিজ্ঞাপনের কারণে ভিন্নভাবে সে ঝুঁকি রয়েই গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি