ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মুরাদনগরে গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় হয়নি মামলা-গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৫, ৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার মুরাদনগরের করইবাড়ী গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আজ শুক্রবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি, গ্রেপ্তারও হয়নি কেউ। 

তবে পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীসহ যৌথ অভিযান চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবি ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সুদের কারবার, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে। 

প্রশাসনের নজরদারিতেও দীর্ঘদিন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রুবির বাড়িতে হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে হত্যা করে।

ঘটনার পর করইবাড়ী গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক বাসিন্দা এলাকা ছেড়ে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি