ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের শুভ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১০ মার্চ ২০২৩

ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের শুভ জয়ন্তী উৎসব ও পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির ঢাকা এর ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) এ উৎসব হয়।  

এ উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর- শ্রীধাম ওড়াকান্দি, প্রধান অতিথি ছিলেন ড. শ্রী বীরেন শিকদার এম.পি., উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর সহ বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া দলপতি ও সাধু-গোসাই-পাগোল বৃন্দ।

শুক্রবার সকাল ৯ টা থেকে সোরহাওয়ার্দি উদ্যান সংলগ্ন রমনা শ্রীশ্রী কালী মন্দির প্রঙ্গণে উপস্থিত হতে থাকেন ভক্তবৃন্দ। বেলা ১১ টায় শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার প্রাক্কালে প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার এম.পি. ও বাংলাদেশ মতুয়া মহাসংঘ মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর মতুয়া ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন, তুলে ধরেন ভগবান শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের সমাজ বিপ্লবের ইতিহাস গাঁথা। 

এরপর সকলে একত্রিত হয়ে শোভাযাত্রায় হাঁটতে শুরু করেন। শোভা যাত্রাটি শ্রীশ্রী কালী বাড়ির গেট থেকে বেরিয়ে দোয়েল চত্তর, সুপ্রিম কোর্ট, মৎস ভবন, শাহবাগ হয়ে পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরে প্রবেশ করে সমাপ্ত হয়। মন্দির পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে সকল আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি