ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ভাটারায় পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে মো. জনি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫ শতাধিক ইয়াবা, নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উত্তরা জোনের পরিদর্শক মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার ভেতর থেকে দরজা লক করা থাকায় দরজা ভাঙার চেষ্টা করলে মাদক ব্যবসায়ী মো. জনি অস্ত্র নিয়ে বেরিয়ে আসে। পরে কৌশল খাটিয়ে তাকে আমরা আটক করতে সমর্থ হই। জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি